রাজা আহমেদ ১১ সেপ্টেম্বার ২০২৪ ১২:৫৪ পি.এম
একজন কার্টুনিস্ট কার্টুন আঁকার মাধ্যমে কোন গল্প বা কাহিনীকে ফুটিয়ে তোলার কাজ করেন। আমাদের দেশে এ পেশায় কাজের সুযোগ মূলত গণমাধ্যম আর মার্কেটিং খাতে সীমিত হলেও দিন দিন পত্রিকা ও অনলাইন পোর্টাল গুলোতে চাহিদা বাড়তেছে। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষের যুগেও এই পেশার চাহিদা বহাল আছে। বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল ফর্মে এই পেশার প্রসার ঘটছে। সৃজনশীল মনন ও ছবি আঁকার আগ্রহ থাকলে এই ভিন্নমাত্রার পেশায় যুক্ত হয়ে গড়তে পারেন আকর্ষণীয় ক্যারিয়ার। অবশ্য ইন্টারনেটের কল্যাণে এখন বিদেশী ক্লায়েন্টদের জন্য কাজ করা সম্ভব।
কার্টুনিস্টের কাজ কী
বর্তমানে প্রতিষ্ঠান ও কাজের ধরন অনুযায়ী একজন কার্টুনিস্টকে কার্টুন আঁকতে হয়। যেমন, প্রকাশনা সংস্থায় চাকরি করলে আপনাকে বইয়ের প্রচ্ছদ তৈরি করতে হবে। আবার মার্কেটিং এজেন্সিতে কাজ করার বেলায় বানাতে হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট।
কী ধরনের যোগ্যতা থাকতে হয়
এ পেশায় প্রাতিষ্ঠানিক শিক্ষা আবশ্যক নয়। তবে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ/বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে কাজ পাবার ক্ষেত্রে। তবে মূল বিষয় হল কাজ জানা থাকলে আপনার চাকরির অভাব নেই বললেই চলে।
কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়
সনাতনী পদ্ধতিতে কাগজে কলমে কার্টুন আঁকার সাথে সাথে বর্তমানে প্রযুক্তির সাহায্য কম্পিউটার নির্ভর সফটওয়ারের দ্বারাও বর্তমানে কার্টুন আঁকা বা ইলাস্ট্রেশনের কাজ জানা থাকা ভাল। নিচে কিছু প্রয়োজনীয় কিছু সফটওয়্যারের নাম দেয়া হলো যেমন:- Adobe InDesign, Adobe Illustrator, Clip Studio Paint, Zbrush সহ নানা রকমের দারুণ ফিচার সমৃদ্ধ সফটওয়্যার সমৃহ।
কোথায় শিখবেন কার্টুন আঁকার কাজ
সৃজনশীল এ পেশায় আসতে হলে ব্যক্তিগত উদ্যোগে আঁকাআঁকির অভ্যাসের কোন বিকল্প নেই। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনা করলে তা কাজে দিতে পারে। অন্য দিকে এখন ইউটিউব, বিভিন্ন ওয়েব সাইট থেকে শিখতে পাবেন। অল্প কিছু কোর্স ফি দিয়ে।
মাসিক আয় কেমন
সৃজনশীল পেশা হওয়ায় এই পেশায় কোন নির্দিষ্ট আয় নির্ধারণ করা সম্ভব নয়। কোন প্রকাশনা সংস্থা বা মার্কেটিং এজেন্সিতে চাকরি না করলে এ পেশায় মাসিক উপার্জন নির্দিষ্ট থাকে না। তবে স্বাধীনভাবে কাজ করলে ক্লায়েন্টের ভিত্তিতে একটি প্রজেক্ট থেকে ১৫ হাজার থেকে ৭০ হাজার টাকা প্রযন্ত আয় করা সম্ভব হয়ে থাকে। এক্ষেত্রে প্রজেক্ট যত বেশি পাওয়া যাবে, আয় তত বাড়বে।
কী ধরনের কাজ করেন
বিজ্ঞাপনের জন্য কিংবা সংবাদপত্র/ম্যাগাজিনে কার্টুন আঁকা থেকে শুরু করে পুস্তক প্রকাশ ও মুদ্রন বিভাগে থেকে বইয়ের প্রচ্ছদের কাজ এমনকি গৃহসজ্জার কাজে বা বিপণনের কৌশল হিসেবে ব্যবহারের জন্য ওয়াল কার্টুন এঁকে থাকেন। যদি প্রতিষ্ঠানে একজন কার্টুনিস্ট কাজ করেন যেমন: বিজ্ঞাপন সংস্থা, পত্রিকা/ সংবাদপত্র, চলচ্চিত্র বা এনিমেশন ফার্ম, বই মুদ্রণ প্রতিষ্ঠান, সরকারি প্রচার ও প্রকাশনা বিভাগ সমূহতে।
ক্যারিয়ার কেমন হতে পারে
বিজ্ঞাপন-বিপননের এই যুগে পেশাদার কার্টুনিস্টদের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। উন্নত ও বিশেষায়িত সফটওয়ারের কাজ জানা থাকলে ডিজিটাল মার্কেটিং টিমে কাজ পাওয়া খুব সহজ, সেইসাথে সৃজনশীলতার সাক্ষর রাখতে পারলে ভাল উপার্জন ও সামাজিক স্বীকৃতি-মর্যাদা অর্জনের সুযোগ রয়েছে। এছাড়া বইয়ের প্রচ্ছদের কাজেও কার্টুনিস্টদের কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপন বা চলচ্চিত্রের এনিমেটর হিসেবে কাজের সুযোগ আছে যা অনেক লাভজনক উপার্জনের উৎস হতে পারে। সুতরাং সৃজনশীল যে কেউ এ পেশায় তার কাংখিত ক্যারিয়ার গড়তে পারেন।
রবিন রাফানের এআই মাস্টারক্লাসে অভূতপূর্ব সাড়া, দ্বিতীয় সিজনের ঘোষণা
যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো
ঈদ সালামি থেকে ঈদী: সংস্কৃতির বিবর্তন
সগৌরবে দাঁড়িয়ে আছে ৪০০ বছরের পুরোনো মসজিদ
শিশু সাহিত্যের ধ্রুবতারা শিবুকান্তি দাশ
জনতার কন্ঠস্বর
বাংলাদেশের ঐতিহাসিক পাঁচ মসজিদ
স্কুলের দেওয়াল যেন প্রজাপতির পাখা
সান্তা ক্লজ আছেন বাস্তবেই, থাকেন কোথায় জানেন?
শীতে পরিযায়ী পাখিরা কীভাবে সহস্র মাইল পথ চিনে যায়-আসে?
শিক্ষক নিবন্ধন ভাইভার পরামর্শ
শীতে প্রকৃতি উপভোগ করতে ঘুরে আসতে পারেন গ্রাম থেকে
কৃষিকাজ করে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া জিহাদ এখন ক্যাম্পাসে চা বিক্রি করেন
ঈশান হতে অগ্নি
কুমড়ার নৌকায় ৭৩ কিমি. পাড়ি দিয়ে রেকর্ড
বিশ্বের বৃহত্তম বন্দী কুমিরের মৃত্যু
বাংলাদেশের যে গ্রামে বাস করেন মাত্র ৪ জন
টি অ্যান্ড টেলস: এক অনন্য সাহিত্য বিকেল
যে ৭ আচরণ দেখে স্বার্থপর ব্যক্তি চিনবেন
যেসব দেশে মুসলিমদের বসবাস বা ধর্মপ্রচার নিষিদ্ধ!
ফ্রিল্যান্সিং এ শিক্ষার্থীদের দক্ষতা
শিশুকে যৌন নির্যাতন : ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধ ব্যবস্থা
আপনার স্ত্রীকে যে কথাগুলো কখনোই বলবেন না
ইউরোপীয় ইস্তাম্বুলে কয়েকদিন
অভিভাকদের যেসব কাজে নষ্ট হয় শিশুর আত্মবিশ্বাস
কক্সবাজারে সমুদ্রস্নানে বাধভাঙা উচ্ছ্বাস
শরৎ বন্দনা
আত্মবিশ্বাসী হওয়া দরকার
ফ্লেমিংগো একটি পাখির নাম
পানির ওপর ৩৩ কিমি. বাইক চালিয়ে বিশ্বরেকর্ড!