নিজস্ব প্রতিবেদন ২২ অক্টোবার ২০২৪ ১২:২৫ পি.এম
ডুমুরিয়ায় রাজিবপুর-মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উষা রানী চন্দ। তার আরেকটি পরিচয়, তিনি খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, স্বামীর ক্ষমতার দাপটে ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদ্যালয়ে তিনি ছিলেন অনিয়মিত। মাসে দু-এক দিন স্কুলে এলেও নিতেন না কোনো ক্লাস, লাইব্রেরিতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যেতেন। অবশ্য প্রতিদিনই হাজিরা খাতায় নাম ওঠে তার। মাস শেষে তোলেন বেতনের টাকাও।ডুমুরিয়া প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে খুলনার ডুমুরিয়ায় রাজিবপুর ও মৈখালী গ্রামে গড়ে ওঠে রাজিবপুর-মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৮ সালে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন উলা গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রানী চন্দ। প্রায় ৩৬ বছর ধরে একই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। তার মূল বেতন ২১ হাজার ৩৮০ টাকা। বর্তমানে প্রতি মাসে বেতন, ডিপিএফ ও কল্যাণ তহবিলসহ ৩২ হাজার ৭০১ টাকা পান। তবে ডিপিএফ ও কল্যাণ তহবিল বাদে প্রতি মাসে বেতন তোলেন ২৯ হাজার ১৪১ টাকা।
উষার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ও বিদ্যালয়ের অভিভাবকদের অভিযোগ, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) ২০০০ সালে তিনি উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৩, ২০১৮ এবং ২০২৪ সালসহ পাঁচবার সংসদ সদস্য হয়েছেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী থেকে তিনি মন্ত্রী এবং সর্বশেষ ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গত ৬ অক্টোবর অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিনি বিজিবির হাতে আটক হন। তবে তার স্ত্রী উষা রানী চন্দ কোথায় আছেন তা কেউ জানে না।বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবক মো. কামরুল ইসলাম শেখ ও মো. মিজানুর রহমান জানান, বিদ্যালয়ে যোগ দেওয়ার প্রথম দিকে সহকারী শিক্ষিকা উষা রানী চন্দ আসতেন ও ক্লাসও নিতেন। তবে গত ১৫ বছর তিনি বিদ্যালয়ে নিয়মিত আসেন না। মাসে দুদিন আসেন। তিনি না আসার কারণে তিন থেকে চার বছর আগে কিছুদিন ক্লাস নিতে দুজন বহিরাগত শিক্ষকও ভাড়া করেন। কিছুদিন ক্লাস নিয়ে তারাও চলে যান। তার অনুপস্থিতিতে ছেলেমেয়েদের লেখাপাড়ায় অনেক ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উষা রানী চন্দ পলাতক রয়েছেন। এখন মোটেও বিদ্যালয়ে আসেন না। আগেও তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতেন না। মন্ত্রীর স্ত্রী হওয়ার কারণে এত দিন কেউ মুখ খুলতে সাহস পাননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চিতা বাহাদুর জানান, উষা রানী চন্দের আগের বিষয়ে তিনি জানেন না। তবে তিনি বিদ্যালয়ে ২০২২ সালে যোগ দেওয়ার পর মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তখন হাজিরা খাতায় স্বাক্ষর করতেন। সরকার পতনের পর তিনি ১৫ আগস্ট ও ১৫ সেপ্টেম্বর মেডিকেল ছুটির জন্য লোক মারফত আবেদন পাঠান। সেই আবেদন তিনি শিক্ষা অফিসে পৌঁছে দিয়েছেন।
ডুমুরিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, তিনি এই কর্মস্থলে এক বছর হলো এসেছেন। এখানে আসার পর সহকারী শিক্ষিকা উষা রানী চন্দের বিদ্যালয়ের অনিয়মিত থাকার বিষয় নলেজে ছিল। শুধু তিনিই না, বেশিরভাগ মানুষই বিষয়টি জানেন। তবে তার স্বামী সংসদ সদস্য ও মন্ত্রী থাকার কারণে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়নি।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল আলম বলেন, আগে মুখ খুলতে পারেননি কেউ। কেউ অভিযোগও করেননি। ফলে ব্যবস্থা নেওয়া যায়নি। এখন কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুদরত-ই-খুদা বলেন, একজন শিক্ষিকার একই স্কুলে দীর্ঘদিন থাকা, অনিয়মিত থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন-উত্তোলন অনিয়ম, অন্যায়, অপরাধ ও দুর্নীতি। তাই আগে ব্যবস্থা নেওয়া না গেলেও এখন শিক্ষা অধিদপ্তরকে উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।
এ অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার উষা রানী চন্দের ডুমুরিয়া সদরের বাড়ি ও উলা গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করে নম্বর বন্ধ পাওয়া গেছে।
আবারও রাস্তায় ছাত্র আন্দোলনে ভাইরাল হওয়া সেই রিকশাচালক
বাংলাদেশিকে ধরতে এসে পা ধরে মাফ চাইলো বিএসএফ
অবৈধ সম্পদ: সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের নামে মামলা
শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরির দায়িত্ব পুলিশের ও আমাদের
ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা
জাতীয় সনদ তৈরিতে সবার চেষ্টা অব্যাহত রাখতে হবে : আলী রীয়াজ
এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই : জ্বালানি উপদেষ্টা
‘দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো’
সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের
শাহরিয়ারের ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ, লেনদেন ২৬১ কোটি
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক
অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে
মে মাসেই দেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা শুরুর আশা
হাসিনার আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে : আইন উপদেষ্টা
পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : ড. ইউনূস
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ
ভবেশের মৃত্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের
‘ক্যাবিনেট মিটিংয়ে ওদের মতামতটা খুব তীক্ষ্ণ হয়’
ভিডিও দেখে গ্রেপ্তার করা হয়েছে ঝটিকা মিছিলকারীদের, জানালো পুলিশ
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন
‘আমাদের মধ্যে বিশাল আঞ্চলিক বাজার রয়েছে, এটি কাজে লাগানো উচিত’
অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে
বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক শুরু
‘তারেক রহমান আসছে’ স্লোগানে মুখর ঢাকার আদালতপাড়া
সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলছে পুলিশ