নিজস্ব প্রতিবেদন ০৬ মে ২০২৫ ০৭:৩০ এ.এম
পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতা। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) এ ঘটনাটি ঘটে।
সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের সেমিস্টার পরীক্ষা শেষে তাকে আটক করা হয়।
আটক ওই ছাত্রলীগ নেতার নাম মাসুদ রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি একমাত্র ছাত্র হল শাখার সহ-সভাপতি ও সমাজকর্ম বিভাগের ছাত্রলীগের আহ্বায়ক।
জানা যায়, পরীক্ষা দিতে আসার খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক লিটন আকন্দসহ সাধারণ শিক্ষার্থীরা বিভাগের পরীক্ষার হল রুমের সামনে গিয়ে পরীক্ষার কক্ষে মাসুদকে দেখতে পায়। তখন তারা পরীক্ষার ডিউটিতে থাকা শিক্ষক সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে তাকে (মাসুদ) বের করে দিতে বললে তিন অস্বীকৃতি জানিয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অলিউল্লাহ্ চৌধুরীর সঙ্গে কথা বলতে বলেন।
চলে গিয়ে শিক্ষার্থীরা আবার পরীক্ষার হলরুমে সামনে ফিরে আসেন এবং ছাত্রলীগ নেতাকে পরীক্ষার হল থেকে বের করে দিতে বলেন। কিছু সময় পর ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে বলেন।
এর কিছু সময় পরে ছাত্র কল্যাণ ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম সেখানে যান। শিক্ষকদের সহযোগিতায় ওই ছাত্রলীগ নেতাকে ব্যাটারিচালিত অটো রিকশায় উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এরপর শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ব্যাটারিচালিত অটো রিকশাটি থামিয়ে তাকে আটক করে। আটক করে তাকে জুতার মালা পরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, শিক্ষার্থীরা তাকে পরীক্ষা না দিতে দিলে তাকে বিশ্ববিদ্যালয় বাইরে একটি ব্যাটারিচালিত অটো রিকশায় উঠিয়ে দেই। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতা মাসুদ রানা এখন থানাতেই আছে। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। তাকে আগামীকাল আদালতে তোলা হবে।