শক্রবার ৩০ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

স্টামফোর্ডে যুক্তির জয়যাত্রা: দ্বৈত শিরোপায় সাংবাদিকতা বিভাগের কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদন ২৭ মে ২০২৫ ০৩:১২ পি.এম

স্টামফোর্ডে যুক্তির জয়যাত্রা: দ্বৈত শিরোপায় সাংবাদিকতা বিভাগের কৃতিত্ব ছবি: সংগৃহীত

স্টামফোর্ড ডিবেট ফোরামের আয়োজনে ১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় উভয় (বাংলা ও ইংরেজি) সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছে সাংবাদিকতা বিভাগ।

গত রবিবার (২৫ মে) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিবেট ফোরামের কনভেনর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক।

বাংলা সেগমেন্টে সাংবাদিকতা বিভাগ রানার-আপ আইন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ইংরেজি সেগমেন্টেও তাদের দখলে যায় চ্যাম্পিয়নের মুকুট, যেখানে রানার-আপ হয় অণুজীববিজ্ঞান বিভাগ।

প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম হাসান।

বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন এবং কনভেনর ড. ওমর ফারুক।

তরুণ বিতার্কিকদের বক্তব্যে উঠে আসে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও মানবিক নানা ইস্যুতে যুক্তিনির্ভর বিশ্লেষণ।


এই সম্পর্কিত আরও খবর