শনিবার ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়গায়

নিজস্ব প্রতিবেদন ১০ মে ২০২৫ ১০:০৩ এ.এম

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়গায় ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলন করছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) রাতে যমুনা থেকে শুরু হওয়া এই আন্দোলন শাহবাগ ব্লকেডে রূপ নিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

এর আগে জুমার নামাজের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছের ফোয়ারার পাশে মঞ্চ তৈরি করে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিকেল সাড়ে ৪টায় মঞ্চ থেকে শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন থেকে টাইটেলটা হবে, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ (আওয়ামী লীগহীন বাংলাদেশ)। আমাদের কথা অন্তর্বর্তীকালীন সরকারের কর্ণকুহরে প্রবেশ করেনি। তাই এখন আমরা শাহবাগ ব্লকেড করব। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা শাহবাগে থাকব। এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে।’

এর পরপরই মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে যান আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন তারা। এ সময় তারা ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর পাশাপাশি সারা দেশে আন্দোলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। কালবেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায় এসব তথ্য।

গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। শুক্রবার (৯ মে) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টঙ্গীর শফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় আন্দোলনকারীরা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ তাদের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। না হলে সামনে আরও বড় কর্মসূচি নেওয়া হবে।

নারায়ণগঞ্জ : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্রজনতা। শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টা থেকে তারা মহাসড়কে অবস্থান নেয়। বন্ধ রয়েছে মহাসড়কে চলাচলরত সব ধরনের যানবাহন। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না বলে মত প্রকাশ করেন।

আন্দোলনরত ছাত্র-জনতার দাবি আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে থেকে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বর্তমান সরকার সন্ত্রাসী দল আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (৯ মে) জুম্মার নামাজ শেষে জুলাই বিপ্লবী ছাত্রজনতার আয়োজনে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে মিছিলটি বের হয়। এসময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

মিছিলে বিভিন্ন স্লোগানে স্লোগানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানায় ছাত্রজনতা। অবস্থান কর্মসূচি থেকে বক্তব্যের মাধ্যমে বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ফ্যাসিবাদী কায়েম ব্যবস্থার কথা তুলে ধরে অচিরেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়।

রাজশাহী : ‘গণহত্যাকারী’ আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (০৯ মে) জুম্মার নামাজের পর নগরীর তালাইমারি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। দাবি না মানা হলে শেখ হাসিনাকে যেভাবে টেনে-হেচরে গদি থেকে নামানো হয়েছে এবং ভারতে পলায়ন করতে হয়েছে, সেভাবে আইনমন্ত্রী আসিফ নজরুলকেও প্রস্তুতি গ্রহণ করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, অসংখ্য গণহত্যা পরিচালনার পর আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন করতে হবে। যদি খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে শেখ হাসিনাকে যেভাবে টেনে-হেচরে গদি থেকে নামানো হয়েছে এবং ভারতে পলায়ন করতে হয়েছে, আইনমন্ত্রী আসিফ নজরুল আপনিও প্রস্তুতি গ্রহণ করুন।

রংপুর : জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে রংপুরে গণজমায়েত করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার (৯ মে) দুপুর ২টার পরে নগরীর জিলা স্কুল থেকে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

গণজমায়েতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ ও যুবদলের নেতাকর্মীরা।

এতে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়েছে। জুলাই বিপ্লবের ১০ মাসেও আওয়ামী লীগের নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকার ও রাজনৈতিক দলগুলো শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারলেও এ দেশের ছাত্রজনতা হত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করতে রাজপথে থাকবে।

দিনাজপুর : গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের সর্বস্তরের জনসাধারণ। শুক্রবার (৯ মে) বাদ জুম্মা দিনাজপুর রেলওয়ে স্টেশন মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক একরামুল হক আবীর, ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি মোসাদ্দেক হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ফারহান আবসার, তরুণ ছাত্রনেতা আবু বক্কর সুমন, আব্দুর রহমানসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, আমাদের রক্তের ওপর বসে উপদেষ্টারা সুশীলগিরি দেখাচ্ছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে চলে যেতে সেফ এক্সিট দিচ্ছে। তাহলে কি প্রমাণ করে এই রাষ্ট্র ফ্যাসিস্ট খুনিদের? আমরা ধিক্কার জানাই। এই জুলাই বিপ্লবে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে আমরা আজকে জোড়ালো দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে অবশ্যই স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তারাই বাংলার মাটি থেকে উৎখাত হবে।

কুড়িগ্রাম : সারাদেশের ন্যায় উত্তরের জেলা কুড়িগ্রামেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা। শুক্রবার (৯ মে) রাত ৮টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের শাপলা চত্বরে গিয়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলনকারীরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছালীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে জানান ছাত্ররা।

বরিশাল : গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে তারা। ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি গণহত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। আওয়ামী লীগ এখনও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা।

সিলেট : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (০৯ মে) বিকেলে ৩টায় মিছিল নিয়ে ডিসি অফিসে যান তারা। পরে সেখানে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। এসময় নগরীর বন্দরবাজার, সিটি পয়েন্ট, সুরমা মার্কেট সড়কের একাংশ দখল করে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা।

হবিগঞ্জ : ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশের ন্যায় বিপ্লবী ছাত্রজনতার যমুনা ঘেরাও কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। দুই পাশে আটকা পড়ে শতশত ছোটখাটো যানবাহন। শহরের প্রধান সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা ও এনসিপির যৌথ উদ্যোগে শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাখে ছাত্রজনতা।

বক্তারা অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি জানান, অন্যথায় সারাদেশের ন্যায় হবিগঞ্জেও বৃহত্তর আন্দোলনে গড়ে তোলার হুঁশিয়ারি করে দেন।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছে ছাত্রজনতা। শুক্রবার (৯ মে) দুপুর দুইটা থেকে মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। এসময় বিক্ষোভকারীরা বলেন, অনতিবিলম্বে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে।

ফেনী : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন মহিপাল ফ্লাই ওভারের নিচে সমবেত হতে থাকে। পরে রাত ৯টায় ব্লকেড কর্মসূচির সমাপ্তি হয়। এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে ফেনীর মহিপালে গণহত্যায় অংশ নেওয়া সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জানান।

নোয়াখালী : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করে নোয়াখালীতে ব্লকেড কর্মসূচি পালন করেছেন সর্ব দলীয় ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় জেলা জামে মসজিদ মোড়ে এই কর্মসূচি শুরু হয়। এসময় সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জুলাই ঐক্যের ব্যানারে কর্মসূচিতে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, ছাত্রশিবির, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, জাতীয় নাগরিক কমিটি রেড জুলাইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

ব্লকেড কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগের হাতে হাজারো ছাত্রের রক্ত লেগে আছে, রক্ত মাখা হাতে তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা এবং গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিষয়ে এ দেশের জনগণ সিদ্ধান্ত দিয়েছে কিন্তু দুঃখজনকভাবে আজকে ৯ মাস পরেও আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে। এতদিন পার হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।

লক্ষ্মীপুর : জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৯ মে) বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে বিভিন্ন শ্লোগানে মিছিলটি ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি করে।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮ অক্টোবর লগি-বইঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫ মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২০২৪ -এ হাজার হাজার ছাত্রজনতা হত্যার ইতিহাস। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের কোনো ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

news image

জাতীয় ঐক্য ভেঙে ফেলার মাস্টারমাইন্ড উপদেষ্টা মাহফুজ : রাশেদ খাঁন

news image

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

news image

নিহত সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা : রাকিব

news image

আপিলের জন্য জোবাইদার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের

news image

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে: জুলাই ঐক্য

news image

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

news image

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

news image

জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য: আসিফ মাহমুদ

news image

আওয়ামী লীগ কচুপাতার পানি না: কাদের সিদ্দিকী

news image

আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর

news image

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানাল বিএনপি

news image

পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান : তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী

news image

বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল

news image

‘ট্যাগিং দিয়ে থামাতে পারবেন না, আ.লীগ নিষিদ্ধ করতেই হবে’

news image

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা

news image

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়গায়

news image

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

news image

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

news image

আ. লীগ নিষিদ্ধে যমুনার গণমিছিলে রাজপথে আসার আহ্বান সাদিক কায়েমের

news image

মামলায় নাম কাটানোর জন্য টাকা নেওয়া হচ্ছে: সারজিস আলম

news image

‘দ্রুত নির্বাচন না দিলে পরিণতি বিগত সরকারের মতোই হবে’

news image

আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী

news image

পাকিস্তানে ভার‌তের হামলায় এন‌সি‌পির উদ্বেগ

news image

দিন শেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয় : জামায়াত আমির

news image

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

news image

খালেদা জিয়াকে দেখতে ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

news image

হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাবেন ড. জোবাইদা

news image

দুই পুত্রবধূকে নিয়ে নিজ বাসভবন ফিরোজায় খালেদা জিয়া